বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবন প্রজাস্বত্ব এস্টটের মোড়েলগঞ্জ-শরণখোলায় নবগঠিত ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রজাস্বত্ব এস্টেটের অস্থায়ী কার্যালয়ে ২য় বারে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান এস্টেটের পরিচালক আঃ সামাদ হাওলাদার।
নব গঠিত কমিটির সদস্যরা হলেন মো.আলাউদ্দিন হাওলাদার, আঃ বারিক চাপরাশি, মো. দিপু হাওলাদার, রেজাউল ইসলাম, মাহমুদুল ইসলাম ফরিদ, মো. গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম নান্টু, মো. শাহাদাৎ তালুকদার, জাকারিয়া হোসাইন, মোসাঃ আলমীরা বেগম, আবুল কালম আজাদ, আসাদুল ইসলাম, একেএম সাদেকুর রহমান, লাল মিয়া তালুকদার, কাদের মুন্সী, শহিদুল্লাহ খান, মোসাঃ মুর্শিদা ইসলাম, রজিনা খানম, জাহাঙ্গীর হোসেন ও আমিনুল ইসলাম। উল্লেখ্য, এ নবগঠিত কমিটির সদস্যরা দাপ্তরিক কাজ পরিচালনার জন্য বিভিন্ন পদে দায়িত্ব পালন করবেন।
এ সময় পরিচালক আঃ সামাদ হাওলাদার বলেন, প্রজার অধিকার সুরক্ষার লক্ষ্যে জমিদার শ্রেনীর শত প্রতিবন্ধকতা সত্তে¡ও বিটিশ সরকার ১৮৮৫ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করেন। কৃষকের ভাগ্য পরিবর্তনে পাক সরকারের এসএ জরিপ সংশোধন হওয়া উচিত। এ জরিপ সংশোধনের সমবেত প্রচেষ্টা নিয়েই এ সুন্দরবন প্রজাস্বত্বের আত্যপ্রকাশ।