বিতর্কিত রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর দাবি করেছিল, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ মহলের নির্দেশে’ই চুক্তিটি হয়েছে। এ দাবির পর স্বাস্থ্য মন্ত্রণালয় ডা. আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কিছুদিনের মধ্যেই তিনি পদত্যাগ করলেন।
চ্যানেল খুলনা ডেস্কঃস্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ মঙ্গলবার পদত্যাগ করেছেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেছেন, ডা. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, পদত্যাগের কারণ হিসেবে নিজ স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করেছেন কিডনি রোগে আক্রান্ত ডা. আবুল কালাম আজাদ।
অবশ্য, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, সেই তথ্য জানা যায়নি।
এর আগে, বিতর্কিত রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর দাবি করেছিল, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ মহলের নির্দেশে’ই চুক্তিটি হয়েছে। এ দাবির পর স্বাস্থ্য মন্ত্রণালয় ডা. আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কিছুদিনের মধ্যেই তিনি পদত্যাগ করলেন।
অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক অবসরে যাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর তার মেয়াদ শেষ হয়ে গেলে তাকে আবার দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়