বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নে খারইখালী গ্রামে চন্দ্রবান বিবি(৪৮), সোহেল শেখ (৫৫)বেলায়েত হাওলাদার(৫৫) ও জামিল বর্মা(৫০) এরা সরকারিভাবে বিশেষ ভিজিএফ’র ১০ কেজি চালের সুবিধাভোগী। চাল পেয়ে মনের আকুতি ব্যক্ত করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আমাদের মত গরীবেরা চাল পাই।
করোনা ভাইরাসে ঘর থেকে বের হতে পারিনা কাজকর্ম বন্ধ, ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে কি খাবো দুশ্চিন্তায় ছিলাম। সেই মুর্হুতেই সরকারিভাবে মাসে ৩০ কেজি, কুরবানিতে পেলাম ১০ কেজি চাল। এভাবে সুবিধাভোগী অনেকেই সংবাদকর্মীদের কাছে অনেক কথা বলেছেন। তারা প্রাণ খুলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন।
শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদে ঈদ উল আজহা উপলক্ষে এ সব চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সংশ্লিষ্ট ইউনিয়ন ট্যাগ অফিসার মো. বাকি বিল্লাহ, ইউপি সদস্য মিল্টন শেখ মিলু, ডা. সোবাহান মিয়া, যুবলীগের আহ্বায়ক বদিউজ্জামান মজুমদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের এবারে ৩৪শ’ ২০ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।