মাগুরা প্রতিনিধি: মাগুরায় মঙ্গলবার পি,সি,আর’ ল্যাব স্থাপন, হাসপাতালে হাইফ্লো অক্সিজেন সাপ্লাই এবং আইসিইউ ব্যবস্থা নিশ্চিত করণের দাবিতে মানববন্ধন, সমাবেশ, পদযাত্রা এবং সিভিল সার্জনের কার্যালয়ে স্মারক লিপি দিয়েছে করোনা দূর্যোগ মোকাবেলা প্রতিরোধে গণকমিটি।
মঙ্গলবার সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের নেতা-কর্মীরা।বক্তারা বলেন, প্রতিটি জীবনই মূল্যবান বিনা পরীক্ষা ও চিকিৎসায় আর কোন মৃত্যু দেখতে চাই না বাংলাদেশের জনগণ।
এ সময় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা জেলা গণ কমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলি, যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ, সদস্য সচিব এটিএম আনিসুজ্জামান এবং যুগ্ম সদস্য সচিব সম্পা বসু।
মানববন্ধন শেষে পদযাত্রা নিয়ে মাগুরা সিভিল সার্জনের কার্যালয় এ স্মারক লিপি প্রদান করা হয়।