মাগুরা প্রতিনিধি: সোমবার মাগুরা সদরের পারনান্দুয়ালী এলাকায় ‘ সড়ক বিভাগ মাগুরা এর আয়োজনে, মাগুরা টু শ্রীপুর জেলা মহাসড়ক বাক সরলীকরণ সহ সম্প্রসারণ প্রকল্পের’ ব্রীজ ও সংযোগ সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।
মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল , পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের গণি মোহন প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, ৫৭ কোটি ৬২ লাখ টাকা ব্যায়ে ৩০ মিটার একটি ব্রীজসহ ৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি, সাইফুজ্জামান শিখর বলেন, ‘সকলের সহযোগিতায় মাগুরাকে একটি মডেল জেলা হিসাবে গড়ে তুলতে চাই। এই ব্রীজ ও সড়ক নির্মিত হলে মাগুরা-শ্রীপুরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত সুবিধা নিশ্চিত হবে। এর পাশেই বিনোদনের জন্য একটি পার্ক নির্মাণ করা হচ্ছে।