শাহজাহান সিরাজ,কয়রা(খুলনা) প্রতিনিধিঃ মুজিব বর্ষের আহবান ৩ টি করে গাছ লাগান, লাগাও গাছ বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ। প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় বৃক্ষরোপন কর্মসুচি পালন করেছেন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট। গোপালগঞ্জ জেলায় বিএআরআই এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায়, দেশের দক্ষিণাঞ্চলে ৫ টি জেলায় ৩৮ টি উপজেলায় ফল বাগান স্থাপন ও রাস্তার ধারে তাল, খেজুর ও নারিকেল গাছ লাগানোর অংশ হিসেবে উপ প্রকল্প পরিচালক ও খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদের প্রচেষ্টায় কয়রায় এ গাছ রোপন করা হয়। মঙ্গলবার বিকাল ৩ টায় মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী গ্রামের কায়েমের ব্রীজ থেকে সেরাজিয়া হাইস্কুল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার দু’পাশে খেজুর ও তালের চারা রোপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপনের শুভ উদ্বোধন করেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী ঘোষিত এককোটি গাছ লাগানোর কর্মসুচি তারই অংশ হিসেবে এ গাছ রোপন করা হচ্ছে। চেয়ারম্যান লাভলু আরও বলেন, তালগাছ সাধারণত বজ্রপাত থেকে মানুষকে রক্ষাসহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। অথচ কালের বিবর্তনে বাংলাদেশে তালগাছগুলো হারিয়ে যাচ্ছে। ফলে বিপর্যয় ঘটছে,পভাব পড়ছে জলবায়ুতে এবং দেশে প্রতিনিয়ত বজ্রপাতের আঘাতে অকালে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। গাছ লাগানোর সাথে সাথে সরেজমিন গবেষণা বিভাগ কে গাছ সংরক্ষনের জন্য বাশের চাঁচি দিয়ে খাঁচা করে দিতে বলেন।
উপ প্রকল্প পরিচালক ও খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদের সাথে কথা বলেলে তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎ চমকিয়ে অনেক মানুষ মারা যাচ্ছে, তাছাড়া পশুপাখির আশ্রয়স্থল হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। একটি গাছ ৫০ বছরে ৪১ লক্ষ টাকা মূল্যের উপকার করে থাকে। কোভিট এর প্রভাবে অক্সিজেনের গুরুত্ব মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করছে। তিনি বলেন, এছাড়া আমরা আগামীতে স্কুলে স্কুলেও গাছ লাগানোর পরিকল্পনা আছে। গাছ রোপনকালে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এমএল সাইট কয়রার বৈঞ্জানিক সহকারি মোঃ জাহিদ হাসান, ছাত্রলীগ নেতা আলী ইমরান মুকুল ও তরিকুল ইসলাম, বঙ্গবন্ধু যুব পরিষদের উপদেষ্টা আঃ হালিম, ফরহাদ হোসেন, সহ সভাপতি বাসারুল ইসলাম, সাধারণ সম্পাদক মহররম হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।