তালা অফিসঃ সাতক্ষীরা তালায় করোনায় আক্রান্ত হয়ে মর্জিনা খাতুন (৫৮) নামে এক সিনিয়র নার্সের মৃত্যু হয়েছে।
তিনি তালা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তালা হাসপাতাল সূত্রে জানাযায়, গত ৯ জুলাই মর্জিনা খাতুনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। কিছুদিন কোয়ারান্টাইনে থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯ টায় তিনি মৃত্যুবরণ করেন। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ অতনু কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।