কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩’শ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে। এসময় জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। মঙ্গলবার (১১ আগষ্ট) বিকালে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে শহরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় বলুহর বাসষ্টান্ড এলাকার শ্রী রতন হালদার এর দোকানে অভিযান পরিচালনা করে ২৫ পিচ (৩’শ মিটার) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ ১৯৫০ আইনের ৫(১)ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন। এসময় তিনি জানান, সরকারি আইন লংঘন করে কিছু অসাধু ব্যাক্তি অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে উপজেলার বিভিন্ন নদীনালা,খাল-বিল ও জলাশয়ে জাটকা,ডিমওয়ালা পোনা মাছ ধরে বিক্রি করছে। এতে এসব মাছসহ অন্যান্য জলজ প্রাণীর অকাল মৃত্যুতে জীববৈচিত্র হুমকির মুখে পড়ছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, সহকারি সার্টিফিকেট আল-মামুন সহ থানা পুলিশের একটি টিম।
এ প্রসঙ্গে মৎস্য কর্মকর্তা বলেন, নিষিদ্ধ মাছ ধরার কারেন্ট জাল জব্দ অভিযান অব্যহত থাকবে।