বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে অবস্থিত গ্রীন বোর্ড এ্যান্ড ফাইবারস লি. নামক ফ্লাইবোর্ড কোম্পানিতে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কোম্পানি করার জন্য যারা জমি বিক্রি করেছেন চাকুরীর ক্ষেত্রে তাদের স্বজনদের অগ্রাধিকার ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এলাকার অসহায়দের সহযোগিতার দাবিও করেছেন স্থানীয়রা।
ফ্যাক্টরীর পাশে অবস্থিত চাপাতলা পূর্বপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল গনি বলেন এলাকায় যখন বড় ধরণের কোন প্রতিষ্ঠান হয় তখন এলাকাবাসী বিভিন্ন আশায় বুক বাঁধে। তাদের কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন হবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। এ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হলে এখানে তা হয়নি। আমরা চাই এই ফ্যাক্টরীতে স্থানীয় লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।
চাপাতলা গ্রামের লক্ষি গোলদার, আসমা আক্তার, মিজান শেখসহ অনেকে বলেন, এলাকার অনেকই এই ফ্যাক্টরীর মালিকদের কাছে নিজের জমি বিক্রি করেছেন। জমি ক্রয়ের সময় তারা বলেছিলেন জমির মালিকদের উপযুক্ত প্রার্থী থাকলে তাকে এই ফ্যাক্টরীতে চাকুরী দেওয়া হবে। কিন্তু তা হয়নি। আমাদের গ্রামে যেহেতু কোম্পানি হয়েছে। আমরা চাই আমাদের গ্রামের মানুষের চাকুরী হোক।
টিকে গ্রুপের মালিকানাধীন এই প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর গোলাম কিবরিয়া মিন্টু বলেন, আমাদের ফ্যাক্টরী এখনও পূর্নাঙ্গ রুপে চালু হয়নি। বর্তমানে প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ স্থানীয় লোক ডেইলি ব্যাসিসে কাজ করছেন আমাদের ফ্যাক্টরীতে। ফ্যাক্টরী পূর্নাঙ্গরুপে চালু হলে আমরা চেষ্টা করব চাকুরীর ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দিতে।