মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালি জাতির স্বপ্নদ্রষ্টা। জাতির মুক্তি ও স্বাধীনতার সংগ্রামে তাকে জেলের অভ্যান্তরে কাটাতে হয়েছে।
বুধবার দুপুরে পৌর ভবন মিলনায়তনে এ ভাতা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।
অনুষ্ঠান শেষে জাতীর জনকের স্বপরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, পৌরসভায় ১৫শ’ ৫০ জন অসচ্ছল পরিবার, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী, ভাতা পাচ্ছেন। নতুনভাবে ৫৬ জন বয়স্ক ভাতা, বিধবা ৭১ ও প্রতিবন্ধী ২৪৮ জন সুবিধাভোগীদের মাঝে ভাতা বই ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাষ্টার সাইদুর রহমান, কাউন্সিলর মোতালেব হোসেন ফকির, ওয়ালিউর রহমান, জাহাঙ্গীর হোসেন, আজিজুল ইসলাম মিলন, মো. নান্না শেখ, মো. মহিদুল ইসলাম, রোকেয়া বেগম, কুরছিয়া আক্তারসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন আরো বলেন, বঙ্গবন্ধু’র স্বপ্ন বাস্তবায়নের জন্য তারই সুযোগ কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের সামাজিক উন্নয়ন বেষ্টনি প্রকল্পের আওতায় এ ভাতা প্রদান চালু করেছেন, প্রতিটি উপজেলায় শতভাগ সুবিধাভোগীরা এর আওতায় আসবেন।