গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিরাপদ খাদ্য উৎপাদনে গুড এ্যাকোয়াকালচার ও ফুড সেফটি বিষয়ক ৩ দিন ব্যাপি প্রশিক্ষন গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ২৫ জন মৎস্য চাষিদের প্রশিক্ষন উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প( ইউজিডিপি) স্হানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি সহায়তায়, বটিয়াঘাটা উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের আয়োজনে সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, জাইকার প্রতিনিধি মোঃ মাহবুবর রহমান, বটিয়াঘাটা প্রেসক্লাব সাঃ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সহকারী মৎস্য অফিসার মোঃ আমির আলী, ক্ষেত্রসহকারী মোঃ শহিদুল ইসলাম, মৎস্য চাষি সরদার জাকির হোসেন, শশাঙ্ক রায় , রেজোয়ান গোলদার, ইসমাইল মোল্লা, তুহিনুর রহমান তুহিন, ইন্দ্রজিৎ মন্ডলসহ ৭টি ইউনিয়ন থেকে বাছাইকৃত চাষিদের মাঝে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।