চ্যানেল খুলনা ডেস্কঃ শ্যামনগর উপজেলার ১৯১নং তেঘরিয়া, দেউলিয়া, নিজদেবপুর (টি.ডি.এন) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবিদুর রহমান এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। তদন্ত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ কে এম মোস্তাফিজুর রহমান।
বিদ্যালয়ের সভাপতি, মাওলানা ফারুক হোসেনসহ বেশ কয়েকজন শিক্ষক বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-৪ শ্যামনগর, কালিগঞ্জ (আংশিক) সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করলে এ তদন্তের নির্দেশ দেয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে কালিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ তদন্ত করেন।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও অন্যান্য শিক্ষকদের সাথে সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে। তিনি আরও বলেন, “তদন্তকালে প্রত্যেকের নিকট থেকে পৃথক পৃথকভাবে লিখিত নিয়েছি এগুলো পর্যালোচনা করে ৩ কর্মদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর তদন্ত রিপোর্ট প্রদান করা হবে।”
অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক আবিদুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, “আমি প্রধান শিক্ষক পদ বহাল রাখার জন্য হাইকোর্টে রীট করেছি। যার কারনে স্কুলের ম্যানেজিং কমিটির সাথে আমার মনোমালিন্য হচ্ছে।