সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
তেরখাদায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন | চ্যানেল খুলনা

তেরখাদায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

খুলনার তেরখাদা উপজেলার গোলাম মোস্তফা মোল্লা হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নিতকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কালাম ওরফে একে মোল্লা, মোতালেব মোল্লা, শতকত মোল্লা, লিয়াকত মোল্লা ও সাদ্দাম। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে অপর চার আসামির মধ্যে মাহবুব শেখ, আসাদুল মৃধা ও তরিকুল শেখকে তিন বছর এবং সুরুজ শেখকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। মামলার ২০ আসামির মধ্যে ১১ জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ অক্টোবর খুলনার তেরখাদা উপজেলার নয়া বারাসাত গ্রামের গোলাম মোস্তফা মোল্লাকে ধারালো অস্ত্র ও রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন আসামিরা। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩১ অক্টোবর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিন তার ছেলে মো. মিলন মোল্লা বাদী হয়ে ২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে আদালত আজ এ মামলার রায় দেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

জেলায় জেলায় আজিজ ও বেনজিরদের খুঁজে বের করার দাবি নাগরিক ঐক্য’র

খুলনা টাইমসের প্রধান সম্পাদক শেখ সুজনের মায়ের মৃত্যুতে কেসিআরএ’র শোক

শেখ সুজনের মায়ের মৃত্যুতে শেখ রাসেল পরিষদের শোক

এলজিইডির মাধ্যামে ডুমুরিয়ার সকল কাচা রাস্তা পাকাকরনের নির্দেশনা প্রদান

উদ্ভিদ টিস্যু কালচার বিষয়ে যৌথ গবেষণার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে খুবির এমওইউ

খুবিতে ডিজিটাল ডিভাইস ইন অফিস ম্যানেজমেন্ট শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।