পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় ঘুর্নিঝড় আম্ফানে ও আমাবর্ষার অতি জোয়ারে দেলুটিতে বেঁড়িবাধ ভেঙে প্লাবিত এলাকায় খাদ্য সরবারাহ অব্যাহত রাখা ও বেঁড়িবাধ সংস্কারের দাবীতে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পানি কমিটির আয়োজনে রবিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দেলুটির ক্ষতিগ্রস্থ এলাকাবাসির পক্ষে ২০,২০/১,২১ ও ২২ নং পোল্ডারের নানা সমস্যা তুলে ধরে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাট করেন। শিক্ষক ও আ’লীগ নেতা সুকৃতি মোহন সরকার। তিনি সংবাদ সন্মেলনে উল্লেখ করেন ঘুর্নিঝড় আম্ফানে দ্বীপ বেষ্টিত দেলুটির বিভিন্ন স্থানে পাউবোর বেঁড়িবাধ ভেঙে এলাকা প্লাবিত হয়ে শত-শত বিঘার কৃষি জমির ফসল, মৎস্য ঘের, বাড়ী-ঘর, রাস্তা-ঘাট সহ বহু সম্পদের ক্ষতি হয়। বহু পরিবার রাস্তার উপর এখনও বসবাস করছেন।সর্বশেষ আমাবর্ষ্যার প্রবল জোয়ারের তোড়ে রিংবাধ উপছে এসব এলাকা আবারোও প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।পারমধুখালী, চকরি-বকরি,দীঘলিয়া,গেউবুনিয়ার মানুষ নিস্ব হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্থ এলাকার মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থায় প্রশাসন ও জনপ্রতিনিধি, এনজিও প্রতিষ্ঠান মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি খাদ্য সহযোগিতা আব্যাহত রাখার দাবী করে ব্লুগোল্ড প্রকল্প বাস্তবায়ন ও ৬০ দশকের নির্মিত বেঁড়িবাধ মজবুত টেকসহ করতে সংশ্লিষ্ঠ কতৃপক্ষের কাছে আবেদন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মলঙ্গী,তোকারম হোসেন টুকু,অবঃ প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান,শিক্ষক আঃ হান্নান, প্রভাষক রেজাউল করিম,তালা পানি কমিটির সম্পাদক মীর জিল্লুর রহমান,উত্তরন প্রতিনিধি আলামিন, পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।