খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে এক দালালসহ ওষুধ কোম্পানীর কয়েকজন প্রতিনিধিকে মোবাইল কোর্টে জরিমানা করেছেন জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুল ইসলাম তমাল ও তাহমিনা সুলতানা নীলার নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালীন সোমবার (৩১ আগস্ট) একজন দালালকে আটক করে সোনাডাঙ্গা থানা পুলিশ। এছাড়া সরকারি নির্দেশ অমান্য করায় ওষুধ কোম্পানীর কয়েকজন প্রতিনিধিকে মোবাইল কোর্টের আওতায় আনা হয়। কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দশ হাজার টাকা জরিমানা করেন। রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে গড়ে ওঠা এ সকল অসাধু সিন্ডিকেট ভেঙ্গে দিতে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত, মাস্ক পরা নিশ্চিত করতেও মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।