সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে এই আবেদনটি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে মামলার আবেদন জমা দেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।
আজাদ রহমান জানান, আজ বেলা ১১টায় এ বিষয়ে শুনানি হবে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনা ছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। আর তার পরিকল্পনাকারী ইন্ধনদাতা খালেদা জিয়া। আসামি মুফতি হান্নানের জবানবন্দিতে তা প্রকাশ পেয়েছে।
মামলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাক্ষী করা হয়েছে।