বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ মসজিদ এলাকা থেকে শুক্রবার (৪সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ট্রাক তল্লাশি করে ৪৫ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৬ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার দুপুরে র্যাব-৬ খুলনার সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব-৬ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সদস্যরা ভোররাতে বাগেরহাট ষাট গম্বুুুজ মসজিদ এলাকায় অবস্থান নেয়। এসময় আটা ও সুজিবাহী একটি ট্রাক (ঢাকা মেট্টো ট ১৩-৬৮৬১) সন্দেহ হলে তা থামিয়ে তল্লাশি করা হয়। ট্রাকটিতে আটা সুজির মধ্যে বিশেষ কায়দায় তিনটি প্লাস্টিকের বস্তায় ৪৫ কেজি গাঁজা রাখা ছিল। ট্রাকটি তল্লাশি করে ওই বিশেষ স্থান শনাক্ত ও গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্রাকচালক সাতক্ষীরার মুকুল মোড়ল (৫০), ট্রাকে থাকা গাঁজার চালান আনা মো. বিক্রম শেখ ওরফে বিপ্লব (৫৫) ও আব্দুল কাদের শেখ (৩৫) নামের তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলা দায়ের করা হবে।