গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মাদক বিরোধী অভিযানে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ ১০ মাদক বিক্রেতাকে গ্রেফতার হরা হয়েছে।
কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, সাতক্ষীরার জুম্মান গাজীর ছেলে মোঃ সালাউদ্দিন (২৮), খালিশপুর জোড়াগেট মন্টুর কলোনীর মৃতঃ বেলাল হোসেনের ছেলে মোঃ আব্দুর রহিম (২০), খালিশপুর পদ্মা গেট হাজী বাড়ীর দুলাল শেখের পুত্র মোঃ সুমন শেখ (১৮), দৌলতপুর দক্ষিন পাবলা এলাকার ইমান গাজীর ছেলে মোঃ রানা (২৬), আড়ংঘাটার মোঃ হাফিজুর শেখের ছেলে মোঃ জিবলু শেখ (২০), খালিশপুর ক্রিসেন্ট জুটমিল গেইট এলাকার মোঃ আঃ মান্নানের ছেলে মোঃ জসিম উদ্দিন (২২), একই এলাকার মৃতঃ জালাল শেখের ছেলে মোঃ রফিকুল শেখ (৩০), আড়ংঘাটা পশ্চিমপাড়া এলাকার হামিদ মোড়লের ছেলে আসাদু্জ্জামান মোড়ল (৩২), ছোট বয়রা এলাকার কামরুল হক চৌধুরীর ছেলে ইয়ারুল ইসলাম চৌধুরী ওরফে পিল্টু (৩৭), এবং আড়ংঘাটার ইয়াছিন শেখের ছেলে মোঃ রাজিব শেখ (২৮)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২২ পিস ইয়াবা, ৪ বোতল ফেন্সিডিল ও ৯৫ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭টি মাদক মামলা দায়ের করা হয়েছে।