রামপাল প্রতিনিধি:: রামপালে চলন্ত ট্রাকে রাখা বাঁশের ধ্বাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রামপাল থানার এসআই মনিরুল কবির জানান, খুলনা মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে বেলা সাড়ে ১১ টায় মোংলাগামী বাঁশ বোঝাই ট্রাকের ধাক্কায় যাত্রীবাসটি খাদে থাকা ইটের স্তুপের সাথে সজোরে আঘাত করে। এতে বাসে থাকা ৪ যাত্রী আহত হন। আঘাতকারী ট্রাক নং ঢাকা মেট্রো ট-১৮-৫৮৮৫। যাত্রীবাহী বাস পিরোজপুর জ-০৫-০০১৩। আহতরা হলেন, রামপাল উপজেলার ভেকটমারী গ্রামের রবিন্দ্রনাথের পুত্র বিষ্ণুপদ, গাববুনিয়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র ইসরাফিল শেখ, মোড়েলগ্জর সোহাগ হাওলাদারের স্ত্রী মীম ও মোংলার নূরুল ইসলামের কন্যা নুসরাত। এদের মধ্যে মীমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অনদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রাক ও বাসের চালক বা হেল্পারদের পাওয়া যায়নি।
রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম দুর্ঘটনা ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।