কয়রা(খুলনা) প্রতিনিধিঃ কয়রায় দাতা সংস্থা জাপান প্লাটফর্ম(শাপলা নীড়) এর সহযোগিতায় জে জে এস মহামারি করোনা ও ঘূর্ণিঝড়
আম্পানে ক্ষতিগ্রস্থ সাড়ে ৩ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তার জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগত অর্থ, হাইজিংক প্যাক, খাবার পানি সংগ্রহের জন্য ওয়াটার স্টোরেজ ট্যাংক ও শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জানা গেছে প্রথম প্রকল্পের আওতায় উপজেলার কয়রা, উত্তর ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নে দাতা সংস্থা জাপান প্লাটফর্ম(শাপনা নীড়) এর সহযোগিতায় ১৮০০ পরিবারে নগত অর্থ, আশ্রয় সামগ্রী এবং হাইজিং প্যাক বিতরন করেছেন। এছাড়া প্রকল্প -২ দাতা সংস্থা এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এডুকো) কয়রা ইউনিয়নে ১২৭৫ পরিবারে খাদ্য সহায়তার জন্য নগত অর্থ ২০০ পরিবারে পানির ট্যাংক ১২৭৫ পরিবারে হাইজিং প্যাক ও ২৫৫০ পরিবারে শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সূত্র জানায়, হিউম্যানিটেরিয়ান এ্যাসিসট্যান্টস ফর দ্যা আম্পান আ্যফেকটেড ট্রিপল লিভিং ইন সাউদার্ন পাট অফ বাংলাদেশ প্রকল্পের আওতায় ৫ বছরের শিশু আছে, প্রতিবন্ধী শিশু, স্কুলে যাওয়া, আম্পানে ক্ষতিগ্রস্থ ঘর এবং করোনায় আক্রান্ত দরিদ্র পরিবার এসব সহায়তার আওতায় আসছে। বিতরণের সময় উপস্থিত ছিলেনন স্পেশালিষ্ট, ডিজাস্টার রিস্ক রেডাশন, এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) জনাব কাজী আব্দুল কাদির, জে জে এ এর প্রোগাম ডিরেক্টর এবং প্রকল্পের ব্যবস্থাপক জিয়া আহমেদ , প্রকল্প ম্যানেজার রতন কুমার বিশ্বাস সহ আরো অনেকে।