মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় সরকারী লাইসেন্সধারী মদের দোকান ভাংচুর, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ।
মাগুরা জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম জানান, মাগুরা শহরতলীর শিমুলিয়া এলাকায় সরকারী মদের দোকান চালু করা হয়। দোকান চালুর পর থেকে লাইসেন্স ধারীদের সরকারী নির্দেশনা অনুযায়ী দেশী মদ বিক্রয় করা হতো। কিন্তুু এলাকাবাসীর চাপের মুখে ২০১৯ সালের ১৬ জানুয়ারী দোকানটি বন্ধ করে দেয়া হয়। অচিরেই লাইসেন্স ডিলার রবিউল আজম দোকানটি আবার চালু করে মদ বিক্রির উদ্যোগ গ্রহন করেছিল। এ সংবাদ জানাজানি হলে রবিবার রাতে কে বা কাহারা দোকানের জানালা ভেংঙ্গে অগ্নি সংযোগ করে মোটা অংকের ক্ষয়ক্ষতি করেছে। গতবছর বন্ধের সময় ৭ হাজার ৮ শো ২৬ লিটার দেশীমদ রক্ষিত ছিল। এর মধ্যে ২২ শো লিটার মদ নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক রবিউল আজম লিখিত অভিযোগ করেছে।