শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ব শিক্ষক দিবসে ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা চত্বরে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন প্রধান শিক্ষক মনিরা পারভীন, তাপস কুমার বিশ্বাস, অজয় কুমার চক্রবর্তী, আঃ হাই গাজী, গোলাম মোস্তফা, ইকবাল কবির, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, রমা বিশ্বাস, জুলফিকার আলী, গোলাম কিবরিয়া, নিরঞ্জন প্রসাদ বিশ্বাস, নাসির উদ্দিন, টুকুরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, খাদিজা খাতুন, নিরোদ মন্ডল, নৃপেন্দ্রনাথ মন্ডল, সেলিম সরদার, মহিতলাল মল্লিক, শেখ মাহমুদুল হক, জয়ন্ত কুমার মন্ডল, সুজিত রায়, দীনেশ মন্ডল, চাঁদপদ দাস, পরিতোষ মন্ডল, হেলাল উদ্দিন, তৌহিদ রেজা, প্রভাত কুমার বিশ্বাস, পলাশ চন্দ্র বিশ্বাস প্রমুখ। পরে ইউএনও সাদিয়া আফরিনের মাধ্যমে শিক্ষকনেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।