সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ফকিরহাটের কাটাখালি বাসস্ট্যান্ডসহ খুলনা-মংলা মহাসড়ক এখন মরন ফাঁদ | চ্যানেল খুলনা

ফকিরহাটের কাটাখালি বাসস্ট্যান্ডসহ খুলনা-মংলা মহাসড়ক এখন মরন ফাঁদ

এম.পলাশ শরীফ, বাগেরহাট থেকেঃ খুলনা-মংলা এন-৭ ও বাগেরহাট মহা-সড়কের গোল চত্তরকে ঘিরে বড়বড় গর্ত ও ট্যাম হওয়ার কারনে তা এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। আর এই বড়বড় গর্ত ও ট্যামের কারনে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। অতিদ্রুত সড়কের তিন পাশের্^ পূনঃ মেরামত করা না হলে গর্ত ও ট্যাম এর কারনে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
জানা গেছে, খুলনা-মংলা এন-৭ ও বাগেরহাট মহা-সড়কের কাটাখালী বাসস্ট্যান্ড একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল মোড় হিসাবে ব্যাপক পরিচিতি রয়েছে। খুলনা হতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, মাদারীপুর, শরিয়তপুর, মংলা ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের সময় এই প্রধান মোড়ের উপর দিয়ে যানবাহন চালকরা যাতায়াত করে থাকেন। কিন্তু সেই গুরুত্বপূর্ণ মোড়ের তিন পাশের্^ এমন অবস্থা এখন মরন ফাদে পরিনত হয়েছে। বাসস্ট্যান্ডের পূর্বপাশের্^ অর্থাৎ বাগেরহাট সড়কে প্রবেশপথে ১টি ব্রীজ নির্মান করা হয়েছে যার পূর্ব ও পশ্চিম পাশের্^ পিচ ও কার্পেটিং উঠে বড়বড় টিলা এবং গর্তের সৃষ্টি হয়েছে। অনুরুপ খুলনা ও মংলা সড়কে প্রবেশের মাথায় একই ধরনের গর্ত ও টিলা হয়েছে। এই গর্ত ও টিলা যানবাহন চালক ও পথচারীদের জন্য বিপদ জনক হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ মোড়ের উপর অর্ধশর্তাধিক স্থানে পিচ ও কার্পেটিং উঠে বড়বড় গর্ত ও টিলার সৃষ্টি হয়েছে। ফলে দিনের বেলায় তেমন একটা দুর্ঘটনা না ঘটলেও রাত্রিকালিন সময়ে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। দিনের বেলায় যদি ১০টি দুর্ঘটনা ঘটে তাহলে রাত্রিকালিন সময়ে ২০টি অধিক দুর্ঘটনা ঘটে। সড়ক ও জনপথ বিভাগ মাঝে মধ্যে জোড়াতালি দিয়ে গোল চত্তরের চারপাশের্^ পূনঃ সংস্কার করলেও তা স্থায়ীত্ব হচ্ছে না। অতিদ্রুত সড়কের তিন পাশের্^ পূনঃ মেরামত করা না হলে গর্ত ও টিলার কারনে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। ভবিষ্যতে বড় ধরনের র্দুঘটনাসহ প্রানহানির আশংকা রয়েছে। এলজিইডির বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান স্থানীয় ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অত্র এলাকার টেকসই ও উন্নয়নের রূপকার স্বপন দাশ এর সঙ্গে আলাপকালে এ প্রতিবেদককে জানান খুব শিঘ্রই এ সকল সড়কে ফোর লেনের কাজ শুরু হবে এবং অক্টোবর মাস সংস্কারের মাস হিসেবে বর্তমান সরকার ঘোষনা করেছেন প্রধান সড়ক থেকে শাখা সড়কগুলোর মধ্যে ১ অক্টোবর ফকিরহাটের প্রথম কাজ শুরু হয়েছে শুকদাড়া টু গৌরম্ভা সড়কের। স্থানীয়রা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য সড়ক বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

https://channelkhulna.tv/

বিশেষ প্রতিবেদন আরও সংবাদ

২০ বছরেও শুরু হয়নি শিবসা নদী খননের কাজ: অবৈধ দখল ও গোচারণ ভুমিতে পরিণত

ঘুরে দাঁড়ানোর আশায় জীবনের ঝুঁকি নিয়ে জেলেদের সুমদ্র যাত্রা

মন্নুজান প্রতিমন্ত্রী হওয়ার পর ভাই, ভাতিজিরা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে গড়ে তুলেছেন অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্য

বিল ডাকাতিয়া পানির নীচে, মাছ চাষীদের সর্বনাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খুলনার ছয়টি আসনে দলীয় প্রার্থী হওয়ার আশায় আওয়ামীলীগে নতুন মুখ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।