সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
দেশজুড়ে ধর্ষণের প্রতিবাদে সাতক্ষীরায় মৌন পদযাত্রা ও মানববন্ধন | চ্যানেল খুলনা

দেশজুড়ে ধর্ষণের প্রতিবাদে সাতক্ষীরায় মৌন পদযাত্রা ও মানববন্ধন

দেশব্যাপী চলমান ধর্ষণ, নারী শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মৌন পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সাতক্ষীরা ব্লাড ব্যাংক ও আমাদের সাতক্ষীরার ব্যানারে সামাজিক সংগঠন সংকল্প, হেড সংস্থার অংশগ্রহণে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর  রাজ্জাক পার্ক থেকে শুরু হওয়া মৌন পদযাত্রা খুলনা রোড মোড়ে স্বাধীনতা চত্বরে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।
এ সময় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ও স্থানীয় বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকরা কর্মসুচির সাথে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানায়। তারা বিভিন্ন স্লোগান, কবিতা ও বক্তৃতা মাধ্যমে ধর্ষণ ও নারী শিশুর উপর চলমান নির্যাতনের প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবি জানান।
খুলনা রোড মোড়ের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত  মানববন্ধনে বক্তব্য রাখেন আখতারুজ্জামান, সবুজ সরকার, শাকিল আহমেদ, ইয়াসমিন নাহার রোজ, জাহিদুর রহমান, শারমিন সুলতানা মিরা, তরিকুল ইসলাম, সবুজ চৌধুরী, অবনী কুমার রুদ্র,ইসমাইল হোসেন দ্বীপ সহ সাতক্ষীরা ব্লাড ডোনার বৃন্দ ও আমাদের সাতক্ষীরার সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তারা ধর্ষণেরসর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা ধর্ষকের একমাত্র শাস্তি ফাঁসি চাই, ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক।
তারা বলেন, বাংলাদেশে করোনা মহামারীর থেকে ভয়াবহ আকারে রুপ ধারণ করেছে ধর্ষণ। ধর্ষণ একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে । যারা ধর্ষণ করে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে।
একজন নারী স্বেচ্ছাসেবক বলেন, ‘আজ আমি একজন নারী হয়ে সমাজের কাছে, পুরুষ জাতির কাছে জানতে চাই আমি ঘর থেকে বাহিরে সুরক্ষিত তার নিশ্চিয়তা কে দিবে..ঘর থেকে বাহির হবো কোন সহসে?’ এছাড়া মানববন্ধন ও মৌন পদযাত্রায় জেলার বিভন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাশ এবং বিশেষ কৃতিত্ব শিক্ষাপ্রতিষ্ঠানে সম্মাননা প্রদান

তালায় ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

তালায় বিশ্ব মা দিবস পালিত

অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন

তালা উপজেলা পরিষদ নির্বাচন : প্রতীক পেয়েই প্রচার শুরু

তালায় তিন যুগ ধরে পথচারীদের মাঝে পানি তৃষ্ণা দূর করে আসছেন দেবনাথ পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।