তালা অফিসঃ সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদহা গ্রামে সরকারী রাস্তার উপর দিয়ে অবৈধভাবে ঘর ও টয়লেট তৈরি করার অভিযোগ উঠেছে।
এঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাযায় তালা উপজেলা মাগুরা ইউনিয়নে বালিয়াদহা খাঁ পাড়া এলাকার সরকারি রাস্তার উপরে একই এলাকার কামাল খাঁন,আল্লাউদ্দিন খাঁনগংরা অবৈধভাবে পাঁচালি ইটের পাঁকা ঘর ও টয়লেট হাউস নির্মাণ করছে। যার কারণে ছোট রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচল ও বোর মৌসুমে বিল থেকে যানবাহনের দ্বারা ধান বাড়িতে আনার জন্য বাধাগ্রস্ত হয়।
বালিয়াদহা গ্রামের সৌরব খাঁন ,আতিয়ার ,মনিরুজ্জামান সরদারসহ এলাকাবাসি জানান সরকারী রাস্তার উপর দিয়ে অবৈধভাবে ঘর ও টয়লেট তৈরি করার অভিযোগ করার পর স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকতা তাদের কে নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়ার পরও ক্ষমতার জোরে পূর্ণরায় আবারও তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয় এলাকাবাসি রাস্তা উপর থেকে অবৈধ পাঁচালি ইটের পাঁকা ঘর ও টয়লেট হাউস অপসরণের জন্য প্রশাসনের নিকট জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।
এবিষয় খলিষখালি ইউনিয়ন ভূমি কর্মকতা শহিদুল ইসলাম জানান,তাদেরকে কাজ বন্ধ করে দেওয়া হয়ছে সার্ভেয়ার মাধ্যমে রাস্তা মাপার পরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।