নাফি উজ জামান পিয়াল, যশোর প্রতিনিধি : আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে যশোর সদর উপজেলার উপনির্বাচন। এ নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে ভোট গ্রহণের জন্য প্রস্তুত ১৭৫ টি কেন্দ্র এর মধ্যে ১৪৮ টি কেন্দ্রই ঝুকিপূর্ণ বলে তথ্য দিয়েছে ডিএসবি । নির্বাচনের আগের দিন আজ সোমবার (১৯/১০/২০২০ তারিখ )ব্যালট বক্সসহ ভোট গ্রহণ সংক্রান্ত মালমাল কেন্দ্রে পাঠিয়ে দেয়া হচ্ছে কেন্দ্রে। ভোটের দিন কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর হবে বলে জানান রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর।
নির্বাচন অফিস সূত্র জানায়,সদর উপজেলার উপনির্বাচনে ১৭৫টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে কচুয়া ও নরেন্দ্রপুর ইউনিয়নের ৯ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই সব কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনের দিন ১৭৫টি ভোট কেন্দ্রে ১৭৫ জন প্রিজাইডিং অফিসার , ১ হাজার ৩১৩টি বুথে ১ হাজার ৩১৩ সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ হাজার ৬২৬ পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দীন সিকদার জানান, ভোট কেন্দ্রে আইন শৃংঙ্খলার দায়িত্বে থাকবে ১ হাজার ৫শ পোশাকধারী,ডিবি, সাদা পোশাকে ও ডিএসবি পুলিশ সদস্য। এর পাশাপাশি থাকবে ২ হাজার ১শ আনসার সদস্য। ১১ জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু লাইচ। সদর উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ জানান, ১৯ অক্টোবর সোমবার ১৭৫টি ভোট কেন্দ্রে ১ হাজার ৪৮৮টি ব্যালট বক্সসহ সকল সরঞ্জাম পাঠিয়ে দেয়া হবে। শুধু মাত্র নির্বাচনের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। সুষ্ঠু ভাবে ভোট গ্রহণের লক্ষ্যে এ কার্যক্রম করা হবে। সকাল ৯ টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকাল ৫ টা পর্যন্ত যদিও এর আগে ভোটের সময় ছিল সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।
রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর জানান, সদর উপজেলার উপনির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে গ্রহণের চেষ্টা করা হবে। কোন রকম ভোট কেটে বা জাল ভোট দিয়ে ব্যালট বক্স ভরার সুযোগ নেই। প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ প্রার্থী নুরজাহান ইসলাম নীরা ও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী নুর উন নবী। যশোর সদর উপজেলার উপনির্বাচনে ৫ লাখ ৬০ হাজার ২৫ জনের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে।
উল্লেখ্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার যশোর-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ কারণে উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। যার প্রেক্ষিতে এই উপনির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে।