কয়রা(খুলনা)প্রতিনিধিঃ এক ঘন্টার জন্য কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েইে নবম শ্রেনীর ছাত্রী ও কয়রা উপজেলা এনসিটিএফের চাইল্ড পার্লামেন্ট মেম্বর পুর্নিমা মুন্ডা কয়রা সদর ইউনিয়নকে শিশুর জন্য সুরক্ষিত রাখাসহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন। গতকাল বুধবার সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়নের হলরুমে পরিত্রানের উদ্যোগে ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বিশ্ব কন্যা শিশু দিবস এর গালর্সটেকওভার পালন উপলক্ষে ইউনিয়নের চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবিরের কাছ থেকে প্রতিকি দায়িত্ব বুঝে নেন পুর্নিমা। নতুন দায়িত্ব বুঝে নিয়েই শুরু করেন কাজ। কন্যা শিশু দিবসে নারীর ক্ষমতায়ন শিশুদের অধিকার বাস্তবায়নে আনেন নানা প্রস্তাব। বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু ও নারীর প্রতি সহংসিতা বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানী বন্ধ করার জন্য অভিযোগ বক্স স্থাপন করা, কন্যা শিশুদের হাইজিন ও স্বাস্থ্য সম্মত টয়লেটের ব্যবস্থা সহ তাদের জন্য স্বাস্থ্য কর্নার ব্যবস্থার দাবি জানান। এর পর পরিত্রানের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশানের সভাপতি অধ্যাপক আ,ব,ম আঃ মালেক, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, সাংবাদিক রিয়াছাদ আলী, শহিদুল্যাহ শাহিন, আজিজুল ইসলাম, ইউপি সদস্য আঃ রব, সরদার লুৎফার রহমান, আঞ্জুমনারা বেগম, সিএসআরএলের ফিল্ড অফিসার নিরাপদ মুন্ডা,আদিবাসি সদস্য নমিতা মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক,গ্রাম পুলিশ,এনজিও প্রতিনিধি সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।