কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীর সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা । বাংলাদেশ এবং পশ্চিম বঙ্গের বেশিরভাগ মানুষের সবচেয়ে বড় উৎসব এটি। শারদীয় দূর্গা পুজার চতুর্থ দিন নবমীতে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু।
রবিবার বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মহারাজপুর ইউনিয়নের ৪ টি পুজা মন্ডপ পরিদর্শন শেষে তার নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। পরিদর্শন কালে বর্তমান সরকারের নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, বর্তমান গনতান্ত্রিক আওয়ামীলীগ সরকার দেশের সকল ধর্মের মানুষকে তাদের নিজ নিজ ধর্মের ধর্মীয় অনুষ্ঠান সঠিকভাবে পালনের জন্য সহযোগিতা করে আসছে। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করতেন এবং তারই ধারাবাহিকতায় তার কন্যা জননেত্রী শেখ হাসিনা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একই বন্ধনে অটুট রেখেছেন। পরিদর্শনকালে সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় ও সরকারের বেধে দেওয়া স্বাস্থ্য বিধিমেনে পুজা উৎযাপনের আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি সম্পাদক ও কৃষকলীগের সভাপতি প্রভাষক শাহাবাজ আলী, ইউপি সদস্য আকবর আলী ঢালী, অহিদ সরদার, মহিলা ইউপি সদস্য নুরজাহান, সেচ্ছাসেবকলীগ নেতা রাকিব, শাহিনুর, জাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আল আমিন খোকন ও ইসমাইল হোসেন, সেলিম, মেহেদী হাসান রনি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।