জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ১৯ লাখ ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বটিয়াঘাটা উপজেলায় প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু বোটানিক্যাল গার্ডেনে’ ১ লাখ ২০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে।
শনিবার এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি এ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। ২৫০ একরেরও বেশি জায়গা জুড়ে স্থাপিত হচ্ছে প্রস্তাবিত বঙ্গবন্ধু বোটানিক্যাল গার্ডেন।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-১ আসনের সংসদ সদস্য শ্রী পঞ্চানন বিশ্বাস এবং খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান এবং বটিয়াঘাটার উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং খুলনা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ‘গ্রিন বেল্ট ফেইজ-২’ প্রকল্পের আওতায় ১৯ লাখ ২০ হাজার বৃক্ষরোপণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তথ্যমন্ত্রী এবং জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ক্ষেত্রে বাংলাদেশ দ্রুত উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে।
এমনকি কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর মধ্যেও বাংলাদেশ ৫ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে, যা সারাবিশ্বে আরো একবার বাংলাদেশের সক্ষমতার পরিচয় তুলে ধরেছে।
পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে জেলা প্রশাসনের নেয়া উদ্যোগের প্রশংসা এবং এ উদ্যোগ সমগ্র দেশে অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।
হুইপ ও খুলনা-১ আসনের সংসদ সদস্য শ্রী পঞ্চানন বিশ্বাস সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং এর যথাযথ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানে আশ্বাস দেন।
বিভাগীয় কমিশনার সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু বোটানিক্যাল গার্ডেনে’ বৃক্ষরোপণ ও টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আহবান জানান।