বাগেরহাটে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ৭০পরিবারকে ঢেউটিন দিয়েছে উন্নয়ন সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র। সোমবার বিকালে রায়েন্দা মহিলা দাখিল মাদরাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই টিন বিতরণ করা হয়।
বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর তালুকদার, সাউথখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম ডালিম, গণস্বাস্থ্য কেন্দ্রের বরগুনা আঞ্চলিক ব্যবস্থাপক মনমথ বাদল পান্ডে ও বরগুনা আঞ্চলিক হিসাব কর্মকর্তা সাইফুল ইসলাম সোহেল।
সংস্থার উপজেলা ব্যবস্থাপক আসলাম হোসেন জানান, বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় আম্ফানে অধিক ক্ষতিগ্রস্তদের বাছাই করে ৭০টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়। এছাড়া, এই সংস্থার মাধ্যমে শীতকালীন শাকসবজির বীজ ও সার বিতরণের কাজ চলমান রয়েছে।