কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অধিভুক্ত শর্টকোর্স পরীক্ষা কেন্দ্র কয়রা কম্পিউটার ইন্সটিটিউটের নিজস্ব সম্পত্তির উপর ভবন ও শ্রেণি কক্ষ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এস,এম, ফজর আলী সানা ও কয়রা প্রেস ক্লাবের সভাপতি এসএম হারুন অর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, মোঃ শাহজাহান সিরাজ, মিজানুর রহমান কোহিনুর, কয়রা কম্পিউটার ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক/কেন্দ্র সচিব এম, রকিব হাসান, শিক্ষক জাহাঙ্গীর আলম, ইমদাদুল হক, সাদিয়া সুলতানা, রেশমা আক্তার প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে সমাজসেবক এসএম ফজর আলী সানা বলেন বর্তমান সরকার কারিগরি শিক্ষা বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এ ধরনের প্রতিষ্ঠানের ভুমিকা অপরিসীম। যেহেতু এ প্রতিষ্ঠানটি কয়রা উপজেলার নাম করণে নাম রাখা হয়েছে সেহেতু দল মত নির্বিশেষে সকলেই এক সাথে এ প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে সহযোগীতা করতে হবে। প্রধান অতিথি মুহাঃ হুমায়ুন কবির বলেন- আমার ছেলেসহ কয়রা উপজেলার প্রায় সকল রাজনৈতিক নেতা থেকে শুরু করে সকল স্তরের ছেলে-মেয়েরা এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহন করে সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পাঠদান ও ফলাফল খুলনা জেলার মধ্যে শীর্ষ স্থানে আছে। সুতরাং এ প্রতিষ্ঠানটি স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সহযোগীতা পেলে বেকারত্ব দূরীকরণ ও বিভিন্ন সরকারি- বেসরকারী চাকুরীর ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের সনদ বাধ্যতামুলক হওয়ায় বিশেষ ভুমিকা পালন করবে। কয়রা প্রেস ক্লাবের সভাপতি এসএম হারুন অর রশিদ বলেন- ডিজিটাল মানেই কম্পিউটার, আর এই কম্পিউটার শিক্ষা বিহীন বর্তমান সকল শিক্ষা অসমাপ্ত। তাই সকলকে ক¤িপউটার শিক্ষা গ্রহন করে সরকারি সনদ অর্জন করা বাধ্যতামুলক বলে আমি মনে করি।