সম্প্রীতির বন্ধন ও পেশাগত উৎকর্ষ সাধনই আমাদের লক্ষ্য- এর ভিত্তিতে গঠিত হয়েছে খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও খুলনার ব্যুরো প্রধান মোস্তফা জামাল পপলুকে সভাপতি, একুশে টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনকে সাধারণ সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশন খুলনা প্রতিনিধি অভিজিৎ পালকে কোষাধ্যক্ষ করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বাংলাদেশ টেলিভিশনের খুলনা শিল্পাঞ্চল প্রতিনিধি মিজানুল ইসলাম, নির্বাহী সদস্য যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান কনক রহমান ও চ্যানেল নাইন এর বিভাগীয় প্রতিনিধি ইয়াসীন আরাফাত রুমী।
সোমবার (০৯ নভেম্বর) বেলা ১১টাায় মহানগরীর অভিজাত হোটেলে টিভি জার্নালিস্টদের মান উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও খুলনার ব্যুরো প্রধান মোস্তফা জামাল পপলু। বিষয়বস্তÍুর উপর আলোচনা করেন একুশে টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন।
বক্তারা বলেন , সত্য ও বস্তুনিষ্ট সাংবাদিকই হচ্ছে সাংবাদিকতার মূল উদ্যেশ্য। এই পেশা অতন্ত্য ঝুঁকিপূর্ণ। তাই ঝুঁকি এড়িয়ে পেশায় থাকতে হলে নিজেদেরকে সৎ, সাহসী ও তথ্যে সমৃদ্ধ হতে হবে। সভায় গঠনতন্ত্র ও সংগঠণ গুছাতে স্বল্পমেয়াদের জন্য উপরোক্ত কমিটি ঘোষণা করা হয়।