কয়রা প্রতিনিধিঃ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কয়রা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ওপেন হাউজ ডে পালন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় থানা চত্বরে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (ডি- সার্কেল) মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, ইউপি চেয়ারম্যান জিএম শামছুর রহমান, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম। এস আই কিশোর কুমারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, সদর উদ্দিন আহমেদ, রিয়াছাদ আলী, শাহজাহান সিরাজ, ইউপি সদস্য সরদার লুৎফর রহমান, রবিউল ইসলাম, শ্রমীক লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, শাহাজান সিরাজ, আব্দুস সবুর, খানজাহান আলী, নজরুল ইসলাম,আঃ রশিদ গাজী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশ কে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহন করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোন আপোষ নেই।
মাদক বিক্রেতা ও সেবন কারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি। তিনি আরও বলেন মাদক ছেড়ে কেই স্বাবাবিক জীবনে ফিরতে চাইলে তাকে সহযোগিতা করা হবে।মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাল্য বিয়ে ও জঙ্গিবাদ থেকে দুরে থাকতে হবে। সবাই সচেতন হলেইদেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিয়ে বন্ধ হয়ে যাবে। এতে কয়রার সার্বিক আইন শৃংখলা বিষয়ে উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।