মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের গুরুত্ব অনুধাবনে মানববন্ধন, আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলার গাড়ফা শিশু কিশোর কিশোরী কার্যালয় চত্বরে আলোচনা সভা ও সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তথ্য আপা’র পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আকতার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা তথ্য আপা যুথিকা বিশ্বাস, ব্র্যাকের আইন বিষয়ক সম্পাদক কোহিনুর আক্তার ও সামাজিক ক্ষমতায়ন কর্মসুচি সংগঠক ইদ্রিস আলী। এছাড়া উপস্থিত ছিলেন তথ্য আপা হাবিবা আক্তার লাবনী ও সোনিয়া আক্তার, গাড়ফা আপগ্রেড পল্লীসমাজ’র নেত্রী লক্ষীরানী সরকার, ঝর্না বেগম, মালতী সরকার, গীতা সরকার ও ফরিদা পারভীন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু কিশোর কিশোরী কার্যালয়’র পরিচালক সজিব সরকার।