চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সীর নামে অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি ‘চিতলমারী ক্রাইম’ ও ‘ফারজানা রাখি’সহ কয়েকটি আইডি ব্যবহার করে এ অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিতলমারী উপজেলার ৪ নং শিবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর থেকে একটি কুচক্রী মহল এ অপপ্রচার চালানো শুরু করেছে বলে জানা গেছে।
চিতলমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৌরভ মুন্সী, শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রবীন হীরাসহ অসংখ্য ছাত্রনেতারা জানান, চিতলমারীতে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতিতে মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সীর ব্যাপক সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি ব্যক্তিগত জীবনে ধুমপানসহ কোন প্রকার নেশার সাথে সম্পৃক্ত নন। সব সময়ই তিনি মাদক, নেশা ও অন্যান্যের বিরুদ্ধে সংগ্রাম করে চলেছেন। এছাড়াও ক্রীড়াপ্রেমী ও নাট্যশিল্পী হিসেবে তার সুনাম রয়েছে। তার বিরুদ্ধে এধরণের মিথ্যা তথ্য পরিবেশন করা মোটেই শোভনীয় নয়। তারা অনতিবিলম্বে এই অপপ্রচারকারীদের শনাক্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
এ ব্যাপারে মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী জানান, ২০১১/১২ সালের দিকে তিনি চিত্র নায়ক আমীন খানের সাথে দুটি নাটকে অভিনয় করার সুযোগ পান। সেই নাটক দুটির কয়েকটি দৃশ্যে মদ ও সিগারেট পানের দৃশ্য রয়েছে। সেই মদ ও সিগারেট পানের দৃশ্য ব্যবহার করে ৮/৯ বছর পর একটি কুচক্রীমহল পরিকল্পিত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরো জানান, এই অপপ্রচারকারীদে শনাক্তপূর্বক আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। তিনি সকলকে এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।