সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খুলনা শিশু একাডেমির প্রতিযোগিতা | চ্যানেল খুলনা

মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খুলনা শিশু একাডেমির প্রতিযোগিতা

শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয় আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে।
১৩ ডিসেম্বর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক-বিভাগ তৃতীয় শ্রেণি পর্যন্ত (ক-বিভাগের বিষয় ও মাধ্যম উন্মুক্ত)। খ-বিভাগ ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি (খ-বিভাগের বিষয়: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)। গ-বিভাগ ৭ম থেকে ১০ম শ্রেণি (গ-বিভাগের বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ)। খ ও গ বিভাগের মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। রচনা প্রতিযোগিতা খ-বিভাগ ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত বিষয়: আমাদের বঙ্গবন্ধু। খ-বিভাগ ৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিষয়: মাতৃভাষা ও স্বাধীনতা (১৯৫২-১৯৭১)।
১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় খুলনা শিশু একাডেমিতে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খ-বিভাগ ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত কবিতার বিষয়: বিজয়ের কবিতা এবং গ-বিভাগ ৭ম থেকে ১০ম শ্রেণি কবিতার বিষয়: স্বাধীনতা ও বঙ্গবন্ধু।
চিত্রাংকন প্রতিযোগিতায় ১১ গুণ ১৬ ইঞ্চি মাপের কার্টিজ পেপারে ছবি আঁকতে হবে। ছবির পিছনে প্রতিযোগীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি, নিজের নাম, পিতা ও মাতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, রোল নম্বর এবং মোবাইল নম্বর লিখতে হবে। রচনা প্রতিযোগিতায় এ-ফোর সাইজের কাগজ ব্যবহার করতে হবে এবং পৃষ্ঠার কেবল একপাশে লিখতে হবে। কভার পেজে প্রতিযোগির এক কপি পাসপোর্ট সাইজের ছবি, নিজের নাম, পিতা ও মাতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, রোল নম্বর এবং মোবাইল নম্বর লিখতে হবে। খ-বিভাগের জন্য রচনা কমপক্ষে ৫০০ শব্দের এবং গ-বিভাগের জন্য কমপক্ষে ৮০০ শব্দে হতে হবে। চিত্রাংকন ও রচনা বাড়ি থেকে এঁকে এবং লিখে আগামী ১৩ ডিসেম্বর বিকাল চারটার মধ্যে খুলনা শিশু একাডেমিতে জমা দিতে হবে।
স্বাস্থ্যসুরক্ষা, সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে আগামী ১৪ ডিসেম্বর খুলনা শিশু একাডেমি কার্যালয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।