আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভাস্কর্য ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে কারা আছে, সেটি দেশবাসীর সামনে পরিস্কার। পেছন থেকে মদদের ভূমিকায় আছে বিএনপি।
রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন,
‘এটা প্রমাণিত যে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।’
ওবায়দুল কাদের বলেন, ১৬ ডিসেম্বরের আগে এই দিনে পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা নিশ্চিত পরাজয়ের মুখে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের অপহরণ করে হত্যা করে। এটা মেধা ও মননের ওপর আঘাত। তিনি আরও বলেন,
‘শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করাই হবে শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
পরে ধানমণ্ডির ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের।