বিয়ে, এক পবিত্র বন্ধন। এজন্য ধর্মীয় অনুশাসন রয়েছে। সেটা অনুসারে বিবাহবন্ধনে আবদ্ধ হন পাত্র ও পাত্রীরা। তবে সেজন্য বিশ্বের কোনো কোনো দেশে এমন প্রথা রয়েছে, যা শুনলে চক্ষু চড়কগাছ।
এই যেমন ধরুন, আফ্রিকা মহাদেশের দেশ ইরিত্রিয়ার কথা। সেখানে দুটি বিয়ে করতেই হবে। অন্যথায় সাজাভোগ করতে হয়।
অতীতে রাজা-বাদশাহরা বহুবিবাহ করতেন। সেটা তাদের শখ ছিল। স্বেচ্ছায় একাধিক বিয়ে করতেন তারা। তবে ইরিত্রিয়ায় পুরুষদের দুটি বিবাহ করা বাধ্যতামূলক।
এই লক্ষ্যে অদ্ভূত আইনও রয়েছে দেশটিতে। কোনও পুরুষ ঘরে-সংসারে দুই স্ত্রী না রাখলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়। জেলের ভাতও খেতে হয়।
কিন্তু কেন? নেপথ্যে অবশ্য কারণও রয়েছে। আর এমনি এমনি এই আইন প্রণয়ন করেনি ইরিত্রিয়া। ইথিওপিয়ার সঙ্গে গৃহযুদ্ধে কারণে সেখানে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। এজন্য পুরুষদের দুটি বিয়ের আইন তৈরি করা হয়েছে।
পাশাপাশি নারীদের জন্যও রয়েছে কঠোর আইন। সেটা অনুযায়ী, স্বামীদের দ্বিতীয় বিবাহ করতে বাধা দিতে পারেন না নারীরা। বিয়ে প্রতিহত করলে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে তাদের।