সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সৌদিতে তেলের জাহাজে বোমা হামলা, কী বলছে আরব বিশ্ব? | চ্যানেল খুলনা

সৌদিতে তেলের জাহাজে বোমা হামলা, কী বলছে আরব বিশ্ব?

সৌদি আরবের জেদ্দা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি তেল ভর্তি জাহাজে বোমা হামলার নিন্দা জানিয়েছে উপসাগীর আরব দেশগুলো। এটিকে সন্ত্রাসী হামলা বলেও আখ্যা দিয়ে আরব দেশগুলো।

বি ডব্লিউ রাইন নামে ওই জাহাজটিতে একটি নৌকা দিয়ে বোমা হামলা হামলা চালানো হয়। জাহাজটিতে ৬০ হাজার টন পেট্রল ভর্তি ছিল। এতে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়।

মধ্যরাতে এ বিস্ফোরক হামলার পর বিডব্লিউ রাইনের ২২ নাবিকের সবাই অক্ষত অবস্থায় তীরে ফিরতে সক্ষম হয়েছেন।

সিঙ্গাপুরভিত্তিক জাহাজ কোম্পানি হাফনিয়া এমন তথ্য জানিয়ে বলছে, তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা বাদ দেয়া যাচ্ছে না।

সৌদি জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু বানিয়ে সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার পর সর্বশেষ এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

কিন্তু এমন একসময় হামলার ঘটনাটি ঘটেছে, যখন প্রতিবেশী ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদির বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়েই চলছে।

এক বিবৃতিতে হাফনিয়া জানায়, জেদ্দায় তেল খালাসের সময় বাহ্যিক উৎস থেকেই এ হামলাটি করা হয়েছে। এতে বিস্ফোরণ ঘটেছে এবং জাহাজে আগুন লেগে গেছে।

‘তীর থেকে আসা অগ্নিনির্বাপককর্মী ও টাগ বোটের সহায়তায় ক্রুরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন।’

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ জানিয়েছে, তেল ভর্তি জাহাজে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে কুয়েত। দেশটি বলছে, সৌদি আরবে ধারাবাহিক হামলা এই অঞ্চলের স্থিতিশীলতার হুমকি।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ নাসের আল-সাবাহ বলেন, এই হামলা সমুদ্রপথে স্বাধীনভাবে নৌচলাচল ও বৈশ্বিক জ্বালানি সরবরাহে হুমকি। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন।

এছাড়া জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, রিয়াদে অবস্থিত ওমান ও ফ্রান্সের দূতাবাস, এবং সৌদি পন্থী ইয়েমেন সরকার এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।

সৌদি আরবের দ্বিতীয় বৃহৎ শহর জেদ্দা। এখানে লোহিত সাগরের একটি বন্দর এবং তেল জায়ান্ট আরামকোর বিতরণ কেন্দ্র রয়েছে।

বিস্ফোরণে জাহাজের খোল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হাফনিয়া জানাচ্ছে। বলছে, নৌযান থেকে কিছু তেল বাইরে ছলকে পড়তে পারে। তবে এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। জাহাজে তেল হামলার আগে যে মাত্রায় ছিল, পরেও সেই একই অবস্থায় আছে।

সূত্র: আরব নিউজ

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলে উঠেপড়ে লেগেছেন ট্রাম্প

লিঙ্গ পরিবর্তন করতে গিয়ে দিল্লিতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

মা ডায়ানার পথেই পা ফেললেন প্রিন্স উইলিয়াম

ইসরাইলি অবরোধে অপুষ্টিতে ভুগছে গাজার ৬০,০০০ শিশু

ইসরাইলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক

১৪ দেশের ওপর সৌদি ভিসায় বিধি-নিষেধ আরোপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।