দিল্লি সীমান্তে চলমান কৃষক আন্দোলনে গেল ২০ দিনে ২২ প্রতিবাদকারীর মৃত্যু হয়েছে। কৃষি সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্বদানকারী সংযুক্ত কিষাণ মোর্চা বিষয়টি নিশ্চিত করেছে।
বিক্ষুব্ধ কৃষকরা বলছেন, শৈত্যপ্রবাহে ঠাণ্ডাজনিত কারণে এসব মৃত্যু হয়েছে। তিকরি ও সিঙ্ঘু সীমান্তে চাষিদের প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে লড়তে হচ্ছে।
মোদি সরকারের প্রবর্তিত কৃষি খাতে সংস্কারের প্রতিবাদে বিদ্রোহ করছেন কৃষকরা। তারা বলছেন, নতুন আইন করপোরেট খাতে সমৃদ্ধি বয়ে আনবে। এতে খামারি সম্প্রদায় উপকৃত হবে না।
জ্যেষ্ঠ কংগ্রেস নেতা চিদাম্ব্রম বলছেন, দিল্লিতে প্রচণ্ড শীতে কৃষকরা ২০ দিন আন্দোলন করার পরও সরকার নিজের অবস্থান পাল্টাচ্ছে না। তারা দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। তাদের অনুতপ্তের লেশমাত্র নেই। এটা খুবই পীড়াদায়ক।
তিনি বলেন, সরকারের উচিত উচ্চ স্থান থেকে নিচে নামা এবং দ্রুত কৃষকদের সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছা।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাজধানীতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে চলতি বছর সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
অল ইন্ডিয়া কিষাণ সভার নেতা হান্নান মোল্লা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কৃষকদের উদ্ভূত শংকায় কর্ণপাত করছে না কেন্দ্রীয় সরকার। যারা কৃষি বিলের বাতিলের দাবি জানাচ্ছে।