পুরো যুক্তরাজ্যে ছড়িয়ে পড়েছে নতুন করোনাভাইরাস। কোভিড-১৯ এর চেয়ে ৭০ গুণ বেশি শক্তিশালী এটি। যা দ্রুত মানুষকে সংক্রমিত করে। এতে মৃত্যুঝুঁকিও বেশি।
সতর্কতা হিসেবে ইতোমধ্যে ব্রিটিশদের সঙ্গে সাময়িক যোগাযোগ বন্ধ করেছে বিশ্বের ৪০ দেশ। অনেক দেশ সেই চিন্তাভাবনা করছে। কারণ, এরই মধ্যে আরও ৪ দেশে নব করোনা স্ট্রেনের দেখা মিলেছে।
স্বভাবতই অন্যান্য দেশগুলো আতঙ্কে কাঁপছে। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল জানিয়েছে, যুক্তরাজ্য ছাড়া ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও ইতালিতেও নতুন করোনার সন্ধান পাওয়া গেছে।
এ নিয়ে ফ্রান্সকে সতর্ক করা হয়েছে। বেলজিয়ামে আশঙ্কা রয়েছে। নতুন করোনা স্ট্রেইনের ঝুঁকিতে রয়েছে আয়ারল্যান্ডও।