আন্তর্জাতিক বাজার থেকে ৫০০০০ টন গম কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে টেন্ডার ছাড়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে গম বিক্রেতাদের বরাত দিয়ে খবরটি দিচ্ছে দ্য ইকোনমিক টাইমস। এতে জানানো হয়েছে আগামী ৪ জানুয়ারি টেন্ডার জমা দেওয়ার শেষ দিন।
মিলে ভাঙিয়ে আটা তৈরির উপযোগী গম কেনা হবে এই টেন্ডারের মাধ্যমে।
তবে এর আগে ডিসেম্বরের গোড়ার দিকে আরও এক দফা এমন টেন্ডার ডেকে পরে তা বাতিল করে বাংলাদেশ, খবরে বলা হয়েছে।
২০১৯ সাল পর্যন্ত তার আগের পাঁচ বছরে বাংলাদেশের গমের আমদানি ৩৬ শতাংশ বেড়ে যায়। সে অর্থবছরে বাংলাদেশ গম আমদানি করে ৫৫ লাখ মেট্রিক টন। বিশ্বে গম আমদানিতে তখন বাংলাদেশের অবস্থান ছিলো পঞ্চম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন মতে এই তালিকায় প্রথম চারটি দেশ হলো মিসর, ইন্দোনেশিয়া, আলজেরিয়া ও ব্রাজিল। বিশ্বে গমের আমদানি বৃদ্ধির হারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
এদিকে, গম উৎপাদনেও বাংলাদেশ প্রভূত উন্নতি সাধন করছে। সবশেষ অর্থবছরে দেশে গমের উৎপাদন বেড়েছে ২০ শতাংশ। গত ১০ বছরে বাংলাদেশে গমের উৎপাদন ৯ লাখ টন থেকে বেড়ে প্রায় ১২ লাখ টনে দাঁড়িয়েছে।