রাজধানীতে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ চোরাচালান চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে দক্ষিণখান থানাধীন ৫০নং ওয়ার্ডের গুলবার মুন্সি স্মরণী রোড থেকে তাদের আটক করে র্যাব-২ এর একটি দল।
আটককৃতরা হচ্ছেন- মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. মাসুদ রানা (২৪), মো. আলমগীর হোসেন (২৬), মো. তমজিদুল ইসলাম মনির (৩৪), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)। খবর ইউএনবির।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন- রাজধানী ঢাকার দক্ষিণখান থানাধীন ৫০ নম্বর ওয়ার্ডের গুলবার মুন্সি স্মরণী রোড এলাকায় কয়েকজন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমাণ সাপের বিষ নিয়ে অবস্থান করছে। এমন খবর পেয়ে র্যাবের আভিযানিক দল বিকেল ৩টা ২০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ৬ জনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কাচের জারে ৮.৯৬ কেজি (জারসহ) সাপের বিষ পাওয়া যায়; যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এ ছাড়া সাপের বিষ সংক্রান্ত একটি সিডি ও বই উদ্ধার করা হয়।
র্যাব জানায়, একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে। আটক ব্যক্তিরা অধিক মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করতেন। তারা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সদস্য। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানানো হয়।