পাইকগাছা: পাইকগাছায় আ’লীগ নেতা অধ্যক্ষ লুৎফর রহমানের প্রথম জানাজা তার প্রথম কর্মস্থল পাইকগাছা সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা মরহুমের বাড়ি কয়রা উপজেলায় হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানা যায়,অধ্যক্ষ লুৎফর রহমান পাইকগাছা সরকারী কলেজে ১৯৭৩ সালে অধ্যাপনায় যোগদান করেন। পরবর্তীতে পাইকগাছায় ফসিয়ার রহমান ডিগ্ৰি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন । এরপর পাইকগাছা পৌরসভা আ’লীগের সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য হন। রাজনীতি ও অধ্যক্ষর সুবাদে মানুষকে যথেষ্ট সেবা দিয়েছেন তিনি।
সোমবার সকালে পাইকগাছা সরকারী কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু ও গাজী রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এড জি এ সবুর, সম্পাদক আলহাজ্ব এড আবু সাইদ, বিএনপির মেয়র প্রার্থী আলহাজ্ব মনিরুজ্জামান মনি,জাপার সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান,অধ্যাপক জি এম আজহারুল ইসলাম,অধ্যক্ষ রবিউল ইসলাম, পাইকগাছা ষোলআনা সমবায় সমিতির সভাপতি এড. মোর্ত্তজা জামান আলমগীর রুলু, আ’লীগ নেতা জিএম ইকরামুল ইসলাম, ব্যাবসায়ী দাউদ শরীফ,পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, প্রভাষক ময়নুল ইসলাম,যুবলীগ নেতা হাসান রুমি,এম এম আজিজুল হাকিম, রিয়াজ হায়দার,সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মরহুমের কয়রা উপজেলার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।