সম্মেলনের সাড়ে ১২ মাসের শেষে খুলনা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার (৩ জানুয়ারী ২০২১) ৭৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন। এতে কার্যকরী পদে রাখা হয়েছে ৩৯ জনকে। ৩৬ টি সদস্য পদের মধ্যে ১টি ফাঁকা রাখা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২০১৯ সালের ১০ই ডিসেম্বর নগরীর সার্কিট হাউজ মাঠে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত কুমার অধিকারীর নাম ঘোষণা করা হয়। এবং দ্রুত তাদের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়া হয়েছিল। করোনার কারণে সাংগঠনিক তৎপরতা বন্ধ হওয়ায় তা সম্ভব হয়নি।
পরে পূর্ণাঙ্গ কমিটির নাম প্রস্তাব নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হন। দুই নেতা তাঁদের পছন্দমতো আলাদা নাম প্রস্তাব দাখিল করেন কেন্দ্রীয় কমিটিতে। সংকট নিরসনে খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের নেতৃত্বে আলোচনার মাধ্যমে সমন্বয় করে এই কমিটি গঠন করা হয়।