পাইকগাছা : বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এমপি আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, ছাত্রলীগকে তৃণমূল থেকে সু-সংগঠিত করতে হবে। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এমপি বাবু- প্রধান অতিথি হিসেবে রবিবার সকালে পাইকগাছা উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন,ছাত্রলীগ একটি সুশৃঙ্খল অঙ্গ-সহযোগী সংগঠন। ছাত্রলীগ ইতিহাসের অংশ, বিভিন্ন আন্দোলনে, উন্নয়নে ছাত্রলীগের ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগের নেতৃবৃন্দ, কর্মীদেরকে শুভ কামনা এবং সর্তক করে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলার আহাবান জানান। প্রথমেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পাইকগাছায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা আ’লীগের সদস্য আনিসুর রহমান মুক্ত,উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি এজাজ শফী। প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আ’লীগনেতা ও উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরিফ, নির্মল চন্দ্র অধিকারী, সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশাবাস, প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগের এম এম আজিজুল হাকিম, কেডিএ বাবু, আকরামুল ইসলাম, তাজ, ছাত্রলীগের রমজান সরদার, মুক্ত অধিকারী,মিথুন দেবনাথ,শাহিনশাহ বাদশা, রাশেদুজ্জামান রাসেল, সৌরভ গাইন, মাহবুবুর রহমান নয়ন, তুহিন সরদার, অহিদুজ্জামান, প্রমূখ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে ছাত্রলীগ কর্মীরা দলীয় কার্যালয়ে একত্রিত হয়।