উত্তর কারীয় নেতা কিম জং উন কংগ্রেসে প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অর্থনৈতিক ব্যর্থতা স্বীকার করেছেন।
পার্টি কংগ্রেসে ২০১৬ সালে গৃহীত পঞ্চবার্ষিক অর্থনৈতিক পরিকল্পনায় ব্যর্থতার জন্য এই ভুল স্বীকার করেন কিম।
তিনি বলেন, ‘গত পাঁচ বছর আমাদের দেশের জন্য সবচেয়ে খারাপ ছিল। কোনো ক্ষেত্রেই অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। এর ফলে আমাদের জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে বিলম্ব হবে। এটা খুবই উদ্বেগের বিষয়।’ খবর এএফপি ও রয়টার্সের।
এর আগের কোনো কংগ্রেসে কোনো একনায়কই ভুল স্বীকার করেননি। তাই কিম দেশবাসীকে কী বার্তা দিতে যাচ্ছেন বা তার নীতিতে কোনো পরিবর্তন আসছে কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে পর্যবেক্ষকদের মধ্যে।
একনায়কের দেশ উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শীর্ষ রাজনৈতিক সম্মেলনে পাঁচ হাজারের বেশি কর্মী উপস্থিত হয়েছেন।
মঙ্গলবার থেকে উত্তর কোরিয়ায় শুরু হয়েছে শাসক দলের অষ্টম কংগ্রেস। প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত হয় এই কংগ্রেস।
এই কংগ্রেসের দিকে বিশ্বের অনেক পর্যবেক্ষকের নজর ছিল। কারণ এতে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ঘোষণা করবেন তিনি।
তাছাড়া এমন সময় এই কংগ্রেস হচ্ছে যখন মাত্র দুই সপ্তাহ পর নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন।
কংগ্রেসে কিম বলেন, এটা খুবই কষ্টদায়ক শিক্ষা এবং এর পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। অবশ্য বেশ কিছু ক্ষেত্রে সাফল্যও দাবি করেছেন কিম। তার পরও অর্থনৈতিক লক্ষ্যপূরণে ব্যর্থতা বেশ পীড়া দিচ্ছে তাকে।