দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশ ছাত্রলীগের ভার্চুয়াল রক্তদান কর্মসূচি। গেল ৪ জানুয়ারি শুরু পর প্রথম সপ্তাহেই এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন প্রায় দেড় হাজার ছাত্রলীগ নেতাকর্মী। ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৪ জানুয়ারি ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উযযাপন উপলক্ষ্যে সারা দেশে শুরু করে এই ভার্চুয়াল রক্তদান কর্মসূচি।
বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করেন।
বাংলাদেশ ছাত্রলীগের সমাজসেবা সেল, উদ্যোগ নিয়ে বাস্তবায়ণ করছে দেশের সবচেয়ে বড় এই ভার্চুয়াল ব্ল্যাড ব্যাংক সংগ্রহ ও নিবন্ধন কর্মসমূচি।
করোনা পরিস্থিতিতে সামাজিক দুরুত্বের কথা বিবেচনায় নিয়ে সমাজসেবা সেলের উদ্যোগে গঠন করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ ভার্চুয়াল ব্লাড ব্যাংক ফেইজবুক পেজও। রক্তের প্রয়োজনে রোগি ও হাসপাতালের নাম, বেড নং এবং প্রেসক্রিপশন দিয়ে যে কেউ সংগ্রহ করতে পারবে নিজেস্ব গ্রুপের রক্ত।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন মো: শাহেদ জানান, এই কর্মসূচি সারা বছরই চলবে। বাংলাদেশ ছাত্রলীগের ৫০ লাখ নেতাকর্মী এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হবেন বলেও জানান তিনি। মানুষের পাশে থাকার লক্ষ্যেই এটি পরিচালিত হচ্ছে বলেও জানান শেখ স্বাধীন মো: শাহেদ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত উল্লেখ করে সবাইকে এই পেজে লাইক, কমেন্ট, পোস্ট করে পাশে থাকার আহবান জানান সংগঠনের সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য্য।