খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর শেখপাড়াস্থ শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বেসরকারি সংস্থা ‘প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস)’-এর পক্ষ থেকে সিটি মেয়র এ শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে সিটি মেয়র সামর্থবান সকলকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র কাউন্সিলর শেখ মো: গাউসুল আজম, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা বেগম, বেসরকারি সংস্থা ‘স্পিক-আপ’ এর আন্তর্জাতিক পরিচালক ট্র এন্ডারসন, প্রসেস-এর নির্বাহী পরিচালক মায়েলস ববি সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি