পাকিস্তানের বালাকোটে হামলার কথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, নির্বাচনে সুবিধা আদায় করতে ২০১৯ সালে তার দেশের বালাকোটে বিমান হামলা পরিচালনা করে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী ভারতের ‘বেপরোয়া এবং সামরিকায়িত এজেন্ডা’ বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
দুই ভারতীয় ডানপন্থী সম্প্রচারকর্মীর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হওয়ার পর সোমবার ধারাবাহিক টুইট বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দেন ইমরান খান। ওই চ্যাট ফাঁস হওয়ার পর বালাকোটে হামলা প্রসঙ্গ নতুন করে সামনে এসেছে।
২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৪০ সদস্য নিহত হয়। এরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
ভারত দাবি করে, পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের বালাকোটে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে হামলা চালায় তাদের যুদ্ধবিমান। হামলার পর পাকিস্তান ভারতের দুইটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে ভারতীয় এক পাইলটকে আটক করে। অবশ্য দুই দিন পর তাকে মুক্তি দেওয়া হয়। বালাকোটে হামলার কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত ভারতের সাধারণ নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয় পায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি।